'রাঢাঙ' একটি সাঁওতালি শব্দ। এর অর্থ দূরাগত মাদলের ধ্বনি। দূরাগত মাদলের ধ্বনির সঙ্গে শোষিত সাঁওতালদের জেগে ওঠার আহ্বান। সাঁওতালদের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে এককালীন মঞ্চায়নের বিরতী শেষে 
নাটকের কাহিনি আবর্তিত হয়েছে, ২০০০ সালে নওগাঁর সাঁওতালদের ভূমি বিদ্রোহ নিয়ে। এ বিদ্রোহে নেতৃত্ব দেন তরুণ আলফ্রেড সরেন। তার নেতৃত্বে সাঁওতালদের সে বিদ্রোহ দেশব্যাপী আলোড়ন তুলেছিল। বিদ্রোহ দমাতে না পেরে জোতদারের দল আলফ্রেড সরেনকে হত্যা করেছিল। তার সেই আত্মদানের গল্প নিয়ে মামুনুর রশীদ রচনা করেছেন নাটক ‘রাঢ়াঙ’। নাটকের নির্দেশনাও দিয়েছেন তিনি।
এ নাটকের মাধ্যমে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের ঘাত-প্রতিঘাত, হাসি-কান্না, জন্মভূমি থেকে উচ্ছেদ ও হত্যার নির্মমচিত্র ফুটে উঠেছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ, দিলু মজুমদার, আপেল মাহমুদ, সাজ্জাদ সাজু,শামিমা শওকত, আমানুল হক হেলাল, সন্জীব, কৌশিক, পারভেজ এবং নিকিতা নন্দিনী সহ আরও অনেকে।